জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জলপাইগুড়ি কোতয়ালী থানার পুলিশের সাফল্য।উদ্ধার হলো চুরি যাওয়া জিনিস।জলপাইগুড়ি বিভিন্ন জায়গায় স্কুল থেকে চুরি যাওয়া ফ্যান গুলিকে পুনঃ উদ্ধার করে জলপাইগুড়ির কোতোয়ালি থানার সাদা পোশাকের পুলিশ। বৃহস্পতিবার দিন ভোর রাতে আসাম মোর , পাঙ্গা সাহেব সহ পান্ডা পাড়ার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে প্রায় ১২ টি ফ্যান উদ্ধার করে।এছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস ও উদ্ধার হয়।এই সমস্ত জিনিস গুলো যাদের চুরি গিয়েছিল তাদের দিয়ে দিবে বলে কোতয়ালী সূত্রে জানা গেছে জলপাইগুড়ি শহরের বেশ কিছু স্কুল যথা শিশু নিকেতন এবং অন্যান্য কিছু স্কুল থেকে চুরি করা ফ্যান তাদের ফিরিয়ে দেওয়া হবে । অভিযুক্তকে জলপাইগুড়ি JYMA মাঠের থাকে গ্রেফতার করা হয় । এদিন অভিযুকে কোর্টে তোলা হবে।