তুফানগঞ্জের বক্সিরহাটে আচমকা মোবাইল টাওয়ারে আগুন, চাঞ্চল্য এলাকায়।

0
295

মনিরুল হক, কোচবিহার: আচমকা মোবাইল টাওয়ারে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার বেলা ১ টা নাগাদ কোচবিহার জেলার বক্সিরহাট থানার মহিষকুচি বাজার সংলগ্ন এলাকায় ওই ঘটনা ঘটেছে। জানাযায়, এদিন আচমকাই সেখানকার একটি মোবাইল টাওয়ারে থাকা জেনেটার বক্স থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন সংলগ্ন জমিতে কর্মরত স্থানীয় কৃষকরা। আগুন দেখতে পেয়ে তাদের চিৎকার চেঁচামেচিতে ছুটে আসেন আশেপাশে থাকা লোকজন। আগুন লাগার খবর দেওয়া হয় বক্সিরহাট দমকল বিভাগে। সেখান থেকে একটি ইঞ্জিন এবং বক্সিরহাট থানার পুলিশ ঘটনা স্থলে ছুটে এসে দীর্ঘ এক ঘণ্টার চেষ্টায় ওই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসে। ওই ঘটনায় মোবাইল টাওয়ারের জেনেটার বক্স পুরোপুরি বিকল হয়ে গিয়েছে। দ্রুত জেনারেটরের ব্যবস্থা না করা হলে বিদ্যুৎ সংযোগ না থাকলেই ওই এলাকায় নির্দিষ্ট কোম্পানির নেটওয়ার্ক সমস্যা দেখা দেবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এ বিষয়ে ওই মোবাইল টাওয়ার কোম্পানির বক্সিরহাট সার্কেলের কর্মী শুভজিৎ দেবনাথ জানান, আগুন লাগার খবর পেয়ে তারা বক্সীরহাট থেকে ছুটে এসেছেন, যদিও দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে, বিধ্বংসী আগুনে পুরে গিয়েছে জেনারেটর বক্স ও ব্যাটারি, মোট ক্ষয়ক্ষতির পরিমাণ আড়াই থেকে তিন লক্ষ টাকা বলে ওই টেলিকম সংস্থার কর্মীর দাবি। পরবর্তীতে টেলিকম সংস্থার উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন আসবেন বলেও জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here