নিজস্ব সংবাদদাতা, নদীয়া:- দিনে দুপুরে স্টেশনারি দোকানের দুষ্কৃতী হামলা দুষ্কৃতীদের হাতে গুরুতর আহত দোকানদার। ঘটনাটি শান্তিপুর পৌরসভা এলাকার গোভাগাড় মোড় এলাকায়। ওই এলাকার দোকানদার পল্লব সেনের অভিযোগ শুক্রবার বেলা 11 টা নাগাদ তার দোকানে হঠাৎই একদল দুষ্কৃতী চড়াও হয়। তাকে দোকান থেকে জোরপূর্বক বাইরে বের করে নিয়ে আসে, এর পরেই হামলা চালায় তার উপর। অভিযোগ ওই দুষ্কৃতী দল তাকে লোহার বস্তু সহ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পরে দোকানদার পল্লব সেন, আশেপাশের লোকজন ছুটে আসার আগেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীর দল। এরপর ছুটে আসে পরিবারের লোকজন রক্তাক্ত অবস্থায় পল্লব সেনকে নিয়ে যায় শান্তিপুর হাসপাতালে সেখানে চিকিৎসাধীন দোকানদার পল্লব সেন। তবে দিনে-দুপুরে দোকানে দুষ্কৃতী হামলার ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে পল্লব সেনের পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।