নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটা ব্লকের পূর্ব জটেশ্বর প্রাথমিক বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত হলো ভাওয়াইয়া সঙ্গীত অনুষ্ঠান।বৃহস্পতিবার সন্ধ্যায় আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের সাহাপাড়া এলাকার পূর্ব জটেশ্বর প্রাথমিক বিদ্যালয় ময়দানে ওই ভাওয়াইয়া সঙ্গীত অনুষ্ঠিত হয়। এদিনের ওই ভাওয়াইয়া সংগীতানুষ্ঠানের শুভ উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবী দেবজিৎ পাল, শ্যামল কর, নির্ঝর দত্ত প্রমুখ।এদিনের অনুষ্ঠানে এলাকার বিভিন্ন ভাওয়াইয়া শিল্পী অনুষ্ঠানে ভাওয়াইয়া গান পরিবেশন করেন।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার ফালাকাটা ব্লকের পূর্ব জটেশ্বর প্রাথমিক বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত হলো ভাওয়াইয়া সঙ্গীত অনুষ্ঠান।