বাঁকুড়া জেলা জুড়ে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন।

0
416

সুদীপ সেন, বাঁকুড়া:- ৩ রা ডিসেম্বর দিন টি বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে পালিত হযে আসছে।
১৯৯২ সালে জাতি সংঘ এই দিনটিকে বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে মর্যাদা দেয়।

সারা রাজ্যের সাথে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে এই দিনটি পালিত হলো।

বাঁকুড়ার গৌরী পুর, ছাতনা ও শালতোড়াতে দিনটি বিভিন্ন রূপে পালিত হয়।
গৌরী পুর কুষ্ঠাশ্রমের মঙ্গলাচন্ডি কলোনির ৩০ টি পরিবারের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের শীত বস্ত্র প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি, বিডিও ও অন্যান্য রা।

ছাতনা ব্লকের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগিতা।
সকলকে উৎসাহ দিতে দেওয়া হয় প্রত্যেক কে শংসা পত্র।

উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতি, জয়েন্ট বিডিও ও অন্যান্য রা।

শালতোঢড়া ব্লকের উদ্যোগে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করা হয়।
নির্বাচন কমিশনের নির্দেশে বিশেষ চাহিদা সম্পন্ন দের ভোট দানে অংশগ্রহণ , উৎসাহিত করতে ও নির্বাচন কমিশন ভোটদান করাতে কি কি ব্যবস্থা নিয়েছে সে বিষয়ে আলোচনা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও, জ য়েন্ট বিডিও, ওসি ইলেকশন ও অন্যান্য রা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here