নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের সুভাষপল্লি এলাকায় খড়গপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায়ের বস্ত্রদানের পর বিধায়ক চলে গেলে এক মহিলা কর্মীকে অশ্লিল গালাগাল সহ শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগ। এই মর্মে খড়্গপুর টাউন থানায় লিখিত জানিয়েছেন খড়্গপুরের মহিলা বিজেপির নেত্রী তৃষা চাকলাদার।তার অভিযোগ, খড়্গপুর উত্তর মন্ডলের সভাপতি দীপসোনা ঘোষ বিধায়কের অনুষ্ঠানে যাওয়ার জন্য বারবার হুমকি দিত।কুপ্রস্তাবে রাজি না হওয়াতে বাড়ি ছাড়া সহ প্রানে মেরে ফেলার ও হুমকি দেয়।তবে বৃহস্পতিবার সন্ধ্যায় বিধায়ক গেলেই বচসা হাতাহাতি হয়। পরে উত্তর মন্ডলের সভাপতি সহ বেশ কয়েকজনের নামে থানায় লিখিত জানান ওই মহিলা নেত্রী । তবে এই ঘটনার অস্বীকার করেছেন দীপসোনা। তবে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে রাজনৈতিক উত্তেজনা খড়্গপুর জুড়ে।
Home রাজ্য দক্ষিণ বাংলা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, বিজেপি নেত্রীর উপর অশ্লীল আচরণের অভিযোগ,শোরগোল খড়গপুর শহরে।