বিশ্ব প্রতিবন্দি দিবসে আজ একটি আলোচনা শিবিরের আয়োজন হয় জলপাইগুড়ি ওয়েলফেয়ারে ।

0
274

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- আজ সারা পৃথিবী জুড়ে পালিত হচ্ছে বিশ্ব প্রতিবন্দি দিবস।জলপাইগুড়ি তেও এই দিবস থেকে পিছিয়ে নেই জলপাইগুড়ি ওয়েলফেয়ারের সদস্যরা।করোনার কারণে এই বার করা হয়নি কোন রেলি।শুধু রক্ত দান শিবিরের মাধ্যমে এই দিবসটি পালন হয়।পাশাপাশি একটি আলোচনা শিবিরের ও আয়োজন হয় জলপাইগুড়ি ওয়েলফেয়ারে ।জলপাইগুড়ি শহরের বাসিন্দা রা শিবিরে এসে সেচছায় রক্ত দিয়ে যায়।সদর হসপিটালের চিকিৎসক রা এই শিবির টি পরিচালনা করেন।সংগৃহিত রক্ত ব্লাড ব্যাংকে পাঠানো হয়েছে বলে জলপাইগুড়ি ওয়েলফেয়ারের সম্পাদক সঞ্চয় চক্রবর্তী জানিয়েছেন।পাশাপাশি এই দিনে কয়েক জন বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে ও মেয়েদের জন্য wile chairবিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here