৩০ তম আন্তর্জাতিক ও ২৩ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে নন্দীগ্রাম থেকে নিশানা রাজ্য সরকারকে,পাশাপাশি ঘূর্ণিঝড় নিয়ে সতর্কবার্তা শুভেন্দুর।

0
267

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- শুক্রবার ৩০ তম আন্তর্জাতিক ও ২৩ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের হরিপুর বাসস্ট্যান্ডে বিজেপির পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার প্রতিবন্ধীদের বিভিন্ন রকম জিনিসপত্র হাতে তুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এই দিন এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কার্যত নিষেধ না করতে ছাড়েননি বর্তমান শাসক দলের নেতাকর্মীদের, চোর বলে আখ্যা দিলেন শাসকদলের নেতাকর্মীদের, পাশাপাশি একাধিক দুর্নীতি নিয়েও বর্তমান শাসক দলের উপর কটাক্ষ করতে ছারলেন না বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী, বীর ভারত মাতার সন্তান শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকি ছবিতে মাল্যদান পুষ্প অর্পনের মধ্য দিয়ে জন্মদিবস পালন করলেন শুভেন্দু অধিকারী, পাশাপাশি দুই দিনের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলা সহ একাধিক জেলায় আছে পড়তে পারে ঘূর্ণিঝড় জাওয়াদ, ইতিমধ্যেই সতর্কবার্তা সহ একাধিক কর্মসূচি গ্রহণ করেছে প্রশাসনের তরফ থেকে, সেই প্রসঙ্গ নিয়ে শুভেন্দু অধিকারী তিনি বলেন আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি, এদিন সমগ্র অনুষ্ঠানের পর কচিকাচাদের হাতে চকলেট বিতরণ করতে দেখা যায় বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here