কল্যাণীতে সংসদ জগন্নাথ সরকারের রেল পরিদর্শন।

0
169

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শিয়ালদা মেন লাইনে ৯ বগির পরিবর্তে সব ট্রেন ১২ বগি করার বিষয়টি খতিয়ে দেখতে কল্যাণীতে এলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। পরিদর্শন শেষে তিনি সংবাদমাধ্যমকে জানান, পূর্ব রেলের ডিএম ও জিএম-এর সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। তাঁরা জানিয়েছেন শিয়ালদা স্টেশনে স্থান সংকুলান না থাকায় সব ট্রেন ১২ বগি করা সম্ভব হচ্ছে না। এ নিয়ে তিনি রেলমন্ত্রী ও রেলবোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথাবার্তা বলবেন বলে জানান।
কল্যাণী ও চাকদার দুটি রেলগেট বার বার ভেঙে পড়ে, যানজটের সৃষ্টি হয় এমন দৃষ্টি আকর্ষণ প্রশ্নের উত্তর তিনি জানান, কল্যাণী ও চাকদার দুটি রেলগেটের ওপর দিয়ে ফ্লাইওভার করার কথাও ভাবা হচ্ছে। সেটা করা হবে তাঁর সাংসদ তহবিল থেকেই।
আজ সকাল থেকেই ট্রেনে চেপে বিভিন্ন স্টেশনে নেবে, যাত্রীদের সাথে কথা বলে নানান সমস্যা লিপিবদ্ধ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here