মনিরুল হক, কোচবিহারঃ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন কোচবিহার শহরের বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীরা। এছাড়াও যে সকল তৃণমূল কর্মীরা বহুদিন থেকে বসে রয়েছেন তাদেরকে নতুন করে উদ্বুদ্ধ করতে নতুন করে তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়া হয়। এদিন কোচবিহার শহর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিকের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তারা। এদিন কোচবিহার শহর সংলগ্ন স্টেশন মোড় এলাকায় যুব তৃণমূল কার্যালয়ের সামনে এই যোগ দান পর্ব অনুষ্ঠিত হয়। এদিন এই যোগদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন কোচবিহার শহর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ বাকি নেতৃত্বরা
জানা গেছে, এদিন কোচবিহার শহর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিকের হাত ধরে পুরসভা এলাকার বিভিন্ন ওয়ার্ডের বিজেপির রামপ্রসাদ প্রধান, সংগ্রাম গুপ্তা, বাচ্চা গুপ্তা, রীনা গুপ্তা সহ আরও অনেক নেতা কর্মীরা এদিন তৃণমূলে যোগদান করলেন।
এদিনের এই যোগদান প্রসঙ্গে কোচবিহার শহর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, ২১ এর নির্বাচনের পর যে ভাবে বিজেপি কর্মী সমর্থকেরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছেন তাতে আগামী দিনে বিজেপি নামক দল টাই থাকবে না। পুরসভা নির্বাচনের আগে যোগদান প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি যেভাবে ভেঙে যাচ্ছে তাতে আগামী দিনে আর থাকবে না। পুরসভা নির্বাচনে তৃণমূলের জয়ের ক্ষেত্রে সত্যই আশাবাদী।