জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জলপাইগুড়িতে ভয়াবহ আগুন।ভসসিভূত কয়েক লক্ষ টাকার জিনিস। জলপাইগুড়ির সদর ব্লকের খড়িয়া অঞ্চলের দেবনগর এলাকায় এক টেইলার্সের দোকানে শর্ট সার্কিটের থেকে ভয়াবহ আগুন লেগে যায় , শুক্রবার রাতে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান করছে দমকল বিভাগের কর্মীরা। দোকান মালিক কানু মিত্র। এলাকার এক বাসিন্দা জানিয়েছেন দোকানে শর্ট সার্কিট থেকে আগুন লেগে গেছে এবং দোকানে নানা রকম জিনিস সহ প্রচুর দামি দামি জিনিস পুড়ে ছাই হয়ে যায়। সব মিলে প্রায় তার 5 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন সকালবেলা এই এলাকায় ভিড় জমে যায় আগুনে পুড়া দোকান টি দেখবার জন্য। অল্পের জন্য রক্ষা পায় পাশের দোকানটিও।সেই দোকান মালিক কের হাত পুড়ে যায়। , দমকল বিভাগের চেষ্টার ফলে পাশের দোকান ভষ্মিভূত হওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছিল । সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখছে দমকল বিভাগের কর্মীরা।এলাকায় চাঞ্চল্য।