বড়ো মা ও ছোটো মায়ের পুজো বীরভূমের নপাড়ায়।।

0
797

বীরভূম, নিজস্ব সংবাদদাতাঃ- বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার অন্তর্গত নপাড়া গ্রামে শুরু হয়েছে মহা সমারোহে দুটি মায়ের পুজো। বহু ভক্তের সমাগম ঘটেছে। শ্মশান কালী নামে পরিচিত বড়ো মা। নপাড়া গ্রামের ঘোষ পরিবার এই পুজো পরিচালনা করেন। ঢাক, ঢোল, কাসি, বাঁশি সবরকম বাদ্যযন্ত্রের আয়োজন থাকে প্রতি বছর। এখানে বলিদান প্রথা চালু আছে। ময়ূরেশ্বর ব্লকের এটিই সবচেয়ে বড়ো পুজো। অগ্ৰহায়ণ মাসের অমাবস্যায়। বড়ো মেলা বসে। তিন চারদিন ধরে চলে মেলা। বিভিন্ন অনুষ্ঠান হয়। সোমবার রাতে হবে বাঁকুড়া জেলার শিল্পীদের নিয়ে বাউলগান। অপরদিকে ছোটো মায়ের প্রতিষ্ঠাতা ৺ সুনীল কুমার মুখোপাধ্যায়। বর্তমানে তাঁর ছেলেরা। আগামীকাল মায়ের প্রসাদ বিতরণ। ছয় থেকে সাত হাজার ভক্ত প্রসাদ গ্ৰহণ করেন। বহু ভক্তদের দানে চলে মায়ের পুজো। নপাড়া গ্রামে ঘরে ঘরে আত্মীয় স্বজনে ভরে যায়। এলাকার মানুষ অপেক্ষায় থাকে কবে আসবে মায়ের পুজো। উলকুণ্ডা পঞ্চায়েতের সমস্ত মানুষের কাছে এটি বড়োই আনন্দের উৎসব। মা সবার মঙ্গল করুন। মায়ের কাছে সবার প্রার্থনা করোনা যাক দূরে। সকল মানুষ ভালো থাকুক।
ছবি ও তথ্য -সুকান্ত রায়, ময়ূরেশ্বর, বীরভূম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here