নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- লাইনের ওপর দাঁড়িয়ে রয়েছে হাতি। জরুরী কালীন ব্রেক কষে হাতিটিকে বাঁচালেন ট্রেনের চালক। ঘটনাটি ঘটে শনিবার ভোরে সেবক ও গুলমা স্টেশনের মাঝে।
জানা গিয়েছে, চালক এমএস রাও ও সহ চালক শুভদীপ বর্মন দেখতে পান, রেল লাইনের ওপর একটি হাতি দাঁড়িয়ে রয়েছে। দ্রুত তাঁরা ব্রেক কষে ট্রেনের গতি কমিয়ে দেন। হাতিটি লাইন থেকে সরে গেলে ফের ট্রেন নিজস্ব গতিতে যাওয়া শুরু করে।
# At about 3.30 am today early morning, alert LP & ALP of 19616Dn KaviGuru Exp, Sri M.S. Rao & Suvadeep Barman suddenly noticed one Wild Elephant occupying the track at KM 24/7 between Sivok- Gulma & applied Emergency brake to control the train & avoid any untoward incident. They will be suitably rewarded for saving Wildlife shortly.