পুরুলিয়া, নিজস্ব সংবাদদাতাঃ- শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলী। পুরুলিয়া জেলার নিতুরিযা থানার এসইউসিআই এর দুই শহীদের স্মরণ সভা।বেনামী জমি উদ্ধার ও ফসল রক্ষা করতে গিয়ে ১৯৭৫ সালের ৪ঠা ডিসেম্বর জমিদারদের পোষা গুন্ডাদের হাতে খুন হয়েছিলেন দলের দুই নেতা রামযতন সিং ও গুহিরাম বাউরী।তাদের স্মরণে গোবাগ মোড়ে একটি স্মৃতিসৌধ নির্মিত হয়। বেদীতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান দলের নেতাকর্মী ছাড়াও স্হানীয় মানুষ।প্রতিবছর এই দিনটিকে স্মরণীয় করে রাখতে স্মরণ সভার আয়োজন করে এসইউসিআই দলের নেতাকর্মীরা।স্মরণ সভায় উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য লক্ষী নারায়ণসিনহা,সদস্যা সুনিতী ভট্টাচার্য, নবনী চক্রবর্তী, বিনয় ভট্টাচার্য প্রমুখ।দলের পক্ষে অনিল বাউরী জানান নিছক স্মরণ অনুষ্ঠান নয়, আজ শপথ নেওয়ার দিন।শহীদের সংগ্রাম জারী রাখার শপথ। কৃষি বিলের বিরোধিতায় উত্তাল হয়েছে দেশ, পিছু হঠতে বাধ্য হয়েছে সরকার।কৃষকদের স্বার্থ রক্ষায় সংগঠিত হওয়ার বার্তা দিতে চাই আজকের স্মরণ সভা থেকে।