নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের আনন্দপুর থানার আমলাবনী এলাকায়, পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মৃত ব্যক্তির নাম গুরুপদ বেরা, বয়স আনুমানিক ৪৭ বছর, পাশাপাশি জানা গিয়েছে ওই মৃত ব্যক্তির বাড়ি কুসুমডাঙ্গার দুধীবাঁধি এলাকায়,শুক্রবার বাড়ি ফেরার পথে হাতির মুখে পড়ে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার খবর পেয়ে শনিবার সকালে আনন্দপুর থানার পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে, ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে ওই পরিবারের।
Home রাজ্য দক্ষিণ বাংলা হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য কেশপুরের আমলাবনীতে।