হাতি নিয়ে পথনাটিকার মধ্য দিয়ে এলাকার মানুষকে সচেতন করতে নামলো পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।

0
467

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- শনিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসের আধিকারিকরা গড়বেতা তিন নম্বর বকের নয়াবসত বনবিভাগের আধিকারিকদের উপস্থিতিতে নয়াবসত
বনাঞ্চল এলাকায় এলাকার মানুষকে পথনাটিকার মধ্য দিয়ে হাতি নিয়ে সচেতন করলেন। হাতির অবস্থান হলে কি কি করণীয় ,হাতির সামনে সেলফি তোলা সহ একাধিক নিয়মাবলী এলাকার মানুষের কাছে তুলে ধরলেন পথনাটিকা মধ্য দিয়ে। জঙ্গলমহলে হাতির সমস্যা দীর্ঘদিন।হাতির হামলায় প্রাণহানির ঘটনা থেকে ফসলের ক্ষয়ক্ষতি প্রতিদিনই লেগে রয়েছে। হাতি নিয়ে সমস্যায় রয়েছেন এলাকার বাসিন্দারা। বহু কষ্ট করে চাষ করা ফসল হাতির পাল নষ্ট করে দিচ্ছে। যার ফলে বিপাকে পড়েছেন ওই এলাকার চাষীরা। সেই সঙ্গে লোকালয়ে ঢুকে হাতির দল তাণ্ডব শুরু করে। তাই কিভাবে হাতির হামলার হাত থেকে মানুষ রক্ষা তা নিয়ে মানুষকে সচেতন করতে ওই পথ নাটিকার আয়োজন বলে বন দফতরের পক্ষ থেকে জানানো হয়। তাই হাতির হামলার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পথনাটিকার মাধ্যমে জঙ্গল লাগোয়া ওই এলাকার গ্রামবাসীদের সচেতন করার উদ্যোগ গ্রহণ করে পুলিশ ও বনদপ্তর এর আধিকারিকরা। ওই পথনাটিকা দেখতে বহু মানুষের সমাগম হয়। হাতি সামনে এলে কিভাবে নিজেকে বাঁচাতে হয় তা নিয়েও বিস্তারিত ভাবে পথ নাটিকার মাধ্যমে তুলে ধরা হয়। পুলিশ ও বনদপ্তরের আধিকারিকদের আশা এর ফলে মানুষ হাতি নিয়ে কিছুটা হলেও সচেতন হবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here