কর্মী সভার মধ্যে দিয়ে কামতাপুরী রাজবংশী ভাষাটি ইউনিভার্সিটি পযর্ন্ত পড়ানোর দাবি কামতাপুরী রাজবংশী ভাষা প্রচার সমিতির।

0
199

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- কর্মী সভার মধ্যে দিয়ে কামতাপুরী রাজবংশী ভাষাটি ইউনিভার্সিটি পযর্ন্ত পড়ানোর দাবি কামতাপুরী রাজবংশী ভাষা প্রচার সমিতির। ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলায় 20টি প্রাথমিক বিদ্যালয়ে কামতাপুরী রাজবংশী ভাষা পড়ানোর অনুমোদন দিয়েছে রাজ‍্য সরকার।রাজ‍্যে সংখ্যা টি দুশো।পাশাপাশি এই অরাজনৈতিক সংগঠন কামতাপুরী রাজবংশী ভাষা প্রচার সমিতি দাবি করেছেন এই ভাষাটিকে ভারতীয় সংবিধানে অষ্টম তপসিলে অন্তর্ভুক্ত করে ইউনিভার্সিটি পযর্ন্ত পড়ানো হোক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here