ঘূর্ণিঝড় জাওয়াদের বিপদের আশঙ্কায় হাওড়ার বিভিন্ন ফেরিঘাট গুলি পরিদর্শন করলেন মন্ত্রী অরূপ রায়।

0
348

নিজস্ব সংবাদদাতা, হাওড়া:  ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বিপদের সম্ভাবনা আছে।তাই সর্তক হাওড়া জেলা প্রশাসন। রবিবার ও সতর্ক প্রশাসন। এদিন সকাল থেকেই ঝড় না হলে ও বৃষ্টি বেড়েছে। জলমগ্ন হবার আশঙ্কা রয়েছে হাওড়া শহর।মন্ত্রী অরূপ রায় সকাল থেকেই তৃণমূল কর্মীদের নিয়ে ফেরী ঘাট গুলি পরিদর্শন ‌করেন।তবে রাস্তা ঘাটে মানুষজন কম।বেলা যত বাড়বে আবহাওয়া তত খারাপ হবার আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য শনিবার বিকালে শিবপুরের রামকৃষ্ণপুর ঘাটে দেখা গিয়েছিল এনডিআরএফ টিম মাইকে প্রচার করছে। মূলত নদীর ধারে যারা বসবাস করেন তারা যেন নদীতে না নামেন মাইকে সতর্ক করছেন। এর পাশাপাশি ঝড় বৃষ্টির সময় যাতে লোকজন ঘরের বাইরে না বেরোন তা বলা হচ্ছে। এর পাশাপাশি গাছের তলায় অথবা ইলেকট্রিক পোষ্টের সামনে না যান তা মাইকে প্রচার করছেন বাহিনী। এনডিআরএফ এর সাব-ইন্সপেক্টর রাজেশ কুমার কোরা জানিয়েছেন হাওড়াতে মোট 18 টি টিম কাজ করছে। আগামী দু-তিন দিনের মধ্যে যতক্ষণ না আবহাওয়ার উন্নতি হচ্ছে ততক্ষণ তারা মানুষকে সতর্ক করার কাজ করবেন বলে জানিয়েছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here