নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- ডাইনি সন্দেহে এক বৃদ্ধাকে মারধর করার অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুর জেলার সদর ব্লকের সাতগেড়িয়া এলাকায়। গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযোগ এলাকার ১০-১২ জন ব্যক্তি এসে তাকে গালিগালাজ করার পাশাপাশি বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই মারধরের ঘটনায় তার মাথায় চোট লেগেছে। গুরুতর জখম অবস্থায় একাংশ স্থানীয় বাসিন্দা তাকে উদ্ধার করে প্রথমে পাঁচখুরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন রয়েছে এই মহিলা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে খবর রাতেই যায় পুলিশ।।