নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- উৎকর্ষ বাংলার নতুন প্রশিক্ষণ কেন্দ্রের সূচনা হলো শনিবার সন্ধ্যায়, কল্যাণী ব্লকের বেলা মিত্র নগরে। যার দ্বারোদ্ঘাটন করলেন রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। তিনি ছাড়াও এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন কল্যাণী পুরসভার মুখ্য প্রশাসক, উপ প্রশাসক ও জেলা পরিষদের সভাধিপতি-সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করে কারামন্ত্রী বলেন, এই ধরনের কেন্দ্র তৈরি হলে যুবক-যুবতীদের লুকনো প্রতিভার বিকাশ ঘটবে। জানা গেছে, এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান CFAP পরিচালনা করবে। সংস্থার ডিরেক্টর দীপ চক্রবর্তী জানান, এখানে সরকারি সহযোগিতাতে ৬টি প্রকল্পে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণরতরা দৈনিক ৫০ টাকা করে ভাতা পাবেন। যা তাদের ব্যাঙ্কে সরাসরি পাঠিয়ে দেওয়া হবে। তিনি আরও জানান, শুধু প্রশিক্ষণের মধ্যেই তাঁরা সীমাবদ্ধ থাকবেন না, প্রশিক্ষণ শেষ করলে তাঁদের স্বনিযুক্তির বিষয়েও সহযোগিতা করা হবে।