জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা : নিখোঁজ এক সরকারি কর্মী। ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তার খোঁজ না মেলায় উদ্বিগ্ন তার পরিবার । শুক্রবার সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন। তারপর থেকেই আর কোনো খোঁজ মেলেনি তার। শনিবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় নিখোঁজ সংক্রান্ত ডায়রিও করা হয়েছে।
নিখোঁজ ব্যক্তির নাম পার্থপ্রতিম ভট্টাচার্য। ৫২বছর বয়সী পার্থবাবু উত্তরবঙ্গ পরিবহণ সংস্থার জলপাইগুড়ি ডিপোর স্থায়ী কর্মী। বর্তমানে দফতরের জিপ চালাতেন। থাকতেন শহর সংলগ্ন গোমস্তাপাড়ায় ভাড়া বাড়িতে। স্ত্রী এবং একমাত্র নাবালিকা কন্যা রয়েছে তার। শুক্রবার সাতসকালেই এটিএম থেকে টাকা তুলে বাজার করে বাড়ি ফেরেন। এরপর সেলুনে চুল কাটতে যাচ্ছেন বলে বাড়ি থেকে বের হন সাইকেল নিয়ে। তারপর আর ফেরেননি। শনিবার দুপুরে কোতোয়ালি থানায় নিখোঁজ ডায়েরি করেন তার স্ত্রী সুজাতা দেবী। ঘটনায় উদ্বেগের পাশাপাশি তৈরী হয়েছে ধোঁয়াশা।