পশ্চিমবঙ্গ সরকারের ” বাংলা গৃহ প্রকল্প”- এর গৃহ নির্মাণের জন্য প্রথম কিস্তির টাকা এবং ব্যাংকের পাস বই প্রদান করল চাকদহ পৌরসভা।

0
171

নদীয়া, নিজস্ব সংবাদদাতাঃ- নদীয়ার চাকদহ পৌরসভার উদ্যোগে বাংলা আবাস যোজনার মাধ্যমে চাকদহ পৌরসভার 21 টি ওয়ার্ডের 563 টি পরিবারকে গৃহ প্রদান করা হলো ।পৌরসভার সম্প্রতি মঞ্চ থেকে 21 টি ওয়ার্ডের উপভোগ তাদের হাতে বাংলা আবাস প্রদান করা হয়েছে। উপস্থিত ছিলেন, রাজ্য নগর উন্নয়ন দপ্তরের আধিকারিক করবী ব্যানার্জি সহ চাকদহ পৌরসভার পৌর প্রশাসক, অধ্যাপক স্বপন গুপ্ত, পৌরসভার প্রাক্তন পৌর প্রধান কথা বর্তমান পৌর প্রশাসক মন্ডলীর সদস্য দীপক চক্রবর্তী সহ সমস্ত প্রাক্তন কাউন্সিলররা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা। পশ্চিমবঙ্গ সরকারের বাংলা আবাস যোজনার মাধ্যমে প্রথম কিস্তির টাকা পাওয়ায়, খুশি উপভোগতারা।

বাইটঃ অধ্যাপক স্বপন গুপ্ত (পৌর প্রশাসক, চাকদহ পৌরসভা)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here