জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- সম্প্রতি রাজস্থানে শিক্ষক নিয়োগের পরীক্ষায় জুতার সোলের মধ্যে ফোন এবং ব্লুটুথ ডিভাইস ভরে পরীক্ষার হলে এসেছিলেন ওই পরীক্ষার্থীরা। পাঁচ জন ধরা পড়তেই হইচই পড়ে দেশে। সেই ঘটনা এরাজ্যে যাতে না ঘটে সেজন্য রবিবার দেখা গেল জলপাইগুড়ির স্কুলে স্কুলে পুলিশের SI পরীক্ষার পরীক্ষার্থীদের বিশেষ ভাবে তল্লাশি করা হচ্ছে। বাদ যাচ্ছে না পরীক্ষার্থীদের জুতাও।