নদীয়া, নিজস্ব সংবাদদাতাঃ- প্রতারণা ফেসবুকে রানাঘাটের পৌর প্রশাসক কোষলদেব বন্দ্যোপাধ্যায় এর নাম করে ।রানাঘাট পৌরসভার মুখ্য প্রশাসক কোশলদেব বন্দ্যোপাধ্যায়ের নামে সামাজিক মাধ্যমে ফেক অ্যাকাউন্ট করে টাকা প্রতারণার অভিযোগ উঠল, কিছু প্রতারকের বিরুদ্ধে। অভিযোগ হাসপাতালে ভর্তি আছে বলে তার নাম করে জনৈক ব্যক্তির কাছে টাকা চাওয়া হয় এবং সেই টাকা তিনি দিয়েও দেন। রবিবার তিনি এই ঘটনা পুরো পুলিশ প্রশাসন কে জানানো হয়েছে ।পুলিশ প্রশাসন কে সব কিছু তথ্য দিয়ে জানানো হচ্ছে ।