বীরভূম, নিজস্ব সংবাদদাতাঃ- ভারত সরকার কর্তৃক “সাহিত্য একাডেমী-২০২০” সন্মাননা পাচ্ছেন বীরভূমের এক বিশিষ্ট সাহিত্যিক সিউড়ীর পুষ্পিত মুখোপাধ্যায়। উর্দু থেকে বাংলা অনুবাদের জন্য এই পুরস্কার বিবেচিত হয়েছে। ইনি আগেই পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার। আজ দুবরাজপুরে “সেঁজুতি” নামে একটি সমাজসেবী সংগঠন দুবরাজপুর গোশালায় সত্যানন্দ ইনস্টিটিউশনে এই সাহিত্যিককে সংবর্ধনা জ্ঞাপন করেন। সঙ্গে ছিলেন জেলার অন্যতম বিশিষ্ট সাহিত্যিক ড. আদিত্য মুখোপাধ্যায়, লেখক দেবকুমার দত্ত, দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ,পৌর প্রশাসক পীযূষ পান্ডে প্রমুখ। ইতমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলাশাসক বিধান রায় পুষ্পিত বাবুকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সেঁজুতির পক্ষ থেকে আজ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্পাদিকা সুমনা চক্রবর্তী।
ছবি ও তথ্য-সুকান্ত রায়, বীরভূম।