মানিকপাড়া এলাকায় পুলিশের উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা।

0
237

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- রবিবার ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া বিট হাউস পুলিশের উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিকে সামনে রেখে মানিকপাড়া বিবেকানন্দ মোড়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিটায় দুটি বিভাগে মোট ২৪ জন ছেলেমেয়ে অংশগ্রহণ করেছিলেন। প্রথম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত অধ্যায়নরত মোট ১৬জন প্রতিযোগি প্রথম বিভাগে উপস্থিত ছিলেন এবং সর্বসাধারণ মোট ৮ জন প্রতিযোগী উপস্থিত ছিলেন।এইপ্রতিযোগিতায় প্রথম বিভাগ থেকে সপ্তম শ্রেণীর ছাত্রী নেহা মাহাত প্রথম, পঞ্চম শ্রেণীর ছাত্রী তমালিকা দাস দ্বিতীয় এবং সপ্তম শ্রেণীর ছাত্রী
ঈশানি মাহাত তৃতীয় স্থান অর্জন করে এবং দ্বিতীয় বিভাগ থেকে দশম শ্রেণীর ছাত্রী নবশ্রী মাহাত প্রথম , নবমী শ্রেণীর ছাত্র জয়দীপ মাহাত দ্বিতীয় এবং অষ্টম শ্রেণীর ছাত্রী
জিনিয়া মাহাত তৃতীয় স্থান অর্জন করে থাকে। প্রতিযোগিতার শেষে প্রতিযোগিতায় উর্তীর্ণ প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন মানিকপাড়া বিট হাউসের ওসি অঞ্জন মাইতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here