মেয়ের শেষ ইচ্ছা পূরণ করার জন্য মেয়ের জন্মদিনে রক্তদান কর্মসূচি আয়োজন করলো মা।

0
293

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়ার ছোট্ট মোনালিসা দূরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিল। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল নিস্পাপ মেয়েটি।তখন সে মাকে বলেছিল মা আমি যখন সুস্থ হয়ে যাব তখন সকলকে রক্ত দিয়ে বাঁচাবো । অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি। এই পৃথিবীর মায়ার বন্ধন ছিন্ন করে আপনজনদের শোক সাগরে ভাসিয়ে ২০০৪ সালে ১০ ই ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করে।মেয়ের শেষ ইচ্ছাকে সম্মান জানাতে প্রতিবছর মেয়ের জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন করেন মা। প্রতি বছরের মতো আজকে সেই শুভ জন্মদিন,আর সেই শুভ জন্মদিনে বাঁকুড়ার জুনবেদিয়া বাইপাস মোড়ে রক্তদান শিবিরের আয়োজন করেন। এদিনের এই শিবিরে বহু মানুষ রক্তদান করে মোনালিসার ইচ্ছাকে সম্মান ও শ্রদ্ধা জানাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here