নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- রেল ক্রসিং পারাপারের সময় প্রাইভেট গাড়ি আটকে বিপত্তি অল্পের জন্য রক্ষা পেল চালক, প্রাইভেট গাড়িতে ধাক্কা মারলো লোকাল ট্রেন, ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার নারায়নপুর এলাকায়, জানা গিয়েছে রবিবার বেলা নাগাদ প্রহরী বিহীন রেল ক্রসিংয়ের সময় রেললাইনে আটকে যায় প্রাইভেট গাড়ির চাকা, সেই সময় মেচেদা গামী একটি লোকাল ট্রেন চলে আসায় বিপদ বুঝে নেমে পরে চালক, সেই সময় লোকাল ট্রেন প্রাইভেট গাড়িতে ধাক্কা মেরে প্রায় ৫০০ মিটার দূরে টেনে নিয়ে যায়, এরপর ট্রেন দাঁড় করিয়ে রেল গেটের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা, ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকাজুড়ে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে রেল পুলিশ ও তমলুক থানার পুলিশ।
Home রাজ্য দক্ষিণ বাংলা রেল ক্রসিং পারাপারের সময় বিপত্তি অল্পের জন্য রক্ষা চালকের,প্রাইভেট গাড়িতে ধাক্কা লোকাল...