লালগড়ের আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার বিজেপি নেতা কে তিনদিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিলো ঝাড়গ্রাম আদালত।

0
164

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হল বিজেপি নেতা । ঘটনাটি শনিবার রাতে ঝাড়গ্রাম জেলার লালগড় থানার বেলাটিকরী গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর গ্রামের ঘটনা ।  জানা গিয়েছে , শনিবার রাত্রে শ্যামনগর থেকে দুর্গাপদ মুদি নামে এক বিজেপি নেতাকে গ্রেফতার করে লালগড় থানার পুলিশ ।  তার কাছ থেকে উদ্ধার হয় একটি ওয়ান শাটার পাইপগান । দুর্গাপদ মুদি বেলাটিকরী অঞ্চলের বিজেপির অঞ্চল শক্তি প্রমুখ হিসেবে দীর্ঘদিন কাজ করেছে। বর্তমানে সে এলাকায় বিজেপি নেতা নামে পরিচিত । দুর্গাপদ মুদি কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র পেয়েছিল বা আগ্নেয়াস্ত্রটি কী কাজে ব্যবহার করত, মাও  কার্যকলাপের সঙ্গে সে যুক্ত রয়েছে কি না সেই বিষয়ে খতিয়ে দেখছে লালগড় থানার পুলিশ । তবে আগ্নেয়াস্ত্র সহ বিজেপি নেতা দুর্গাপদ মুদি কে লালগড় থানার পুলিশ গ্রেফতার করায় লালগড় থানার শ্যামনগর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রবিবার দুর্গাপদ মুদিকে ঝাড়গ্রাম আদালতের বিশেষ আদালতে তোলা হয় । ঝাড়গ্রাম আদালতে তদন্তের স্বার্থে ধৃত বিজেপি নেতা কে দশদিন পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানায় লালগড় থানার পুলিশ। ঝাড়গ্রাম আদালতের ভারপ্রাপ্ত বিচারক আদালতে দুই পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর অভিযুক্ত বিজেপি নেতা কে তিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here