আবদুল হাই, বাঁকুড়াঃ- অসহায় হত দরিদ্র মানুষদের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিলেন বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের ছাত্র যুব ও সমাজসেবীরা।
শীতের রাতে শীতবস্ত্রহীন মানুষজনকে দেখা যায় যে তারা কীভাবে কেমন করে কষ্টে রাত যাপন করছে।যাদের দু বেলা খাবার জোগাড় করতে হিমসিম খেতে হয় তার ওপর নতুন শীতবস্ত্র কি করে আসবে? এমতাবস্থায় সেই সমস্ত অসহায় শীতার্ত হত দরিদ্র মানুষদের কথা চিন্তা করে এগিয়ে এলো ছাত্র যুব ও সমাজসেবীরা।আমরা করবো জয় এর ব্যবস্থাপনায় ১২০ জন রিক্সা বন্ধু ও ১৫ জন দুঃস্থ অসহায়দের শীতবস্ত্র উপহার দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিষ্ণুপুর পৌরসভার পৌর প্রশাসক অর্চিতা বিদ,সুনিল দাস,দেবজিৎ কুন্ডু এবং আমরা করবো জয় এর কর্মীরা।