স্বর্গীয় অতুল চন্দ্র রায়ের জীবনী, ইতিহাস ও রাজনেতিক জীবন জিবিকা নিয়ে আলোচনা।

0
179

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- স্বর্গীয় অতুল চন্দ্র রায়ের জীবনী, ইতিহাস ও রাজনেতিক জীবন জিবিকা নিয়ে আলোচনা। দার্জিলিং জেলার শিলিগুড়ি শিব মন্দির এলাকায় বাড়ি জন্ম গ্রহন করে ২৭ শে ফেব্রারি ১৯৬২ ও মৃত্য ৯ জুন ২০২১ কোরোনা আক্রান্তে। তার এই অকাল প্রায়নে স্মরণসভার আয়োজন করা হয়। উত্তর দিনাজপুর ইটাহার ব্লকের বাস স্ট্যান্ড অবস্থিত পথসাথী ভবনে কামতাপুরী ভাষা অ্যাক্যাডেমি তথ্য ও সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে। কামতাপুরী ভাষা একাডেমীর ভাইস চেয়ারম্যান স্বর্গীয় অতুল চন্দ্র রায়ের স্মরণসভার আয়োজন করা হয়। স্বর্গীয় অতুল চন্দ্র রায়ের জীবনী,রাজনেতিক জীবন, ইতিহাস নিয়ে আলোচনা করা হয়। উপস্তিত ছিলেন কামতাপুরী ভাষা অ্যাক্যাডেমি চেয়ারমেন বাজলে রহমান অনুষ্ঠানে উদ্যোগতা মহমদ সরোবার্দি সহ অনান্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here