ইন্দাসে হু হু করে জল ঢুকছে ধান জমিতে।

0
228

আবদুল হাই, বাঁকুড়াঃ ঘূর্ণিঝড় জাওয়াদ এর জেরে গতকাল বিকাল থেকে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকে শুরু হয়েছে লাগাতার বৃষ্টি।আজাও বৃষ্টি পড়েই চলেছে। এরফলে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের বিস্তীর্ণ এলাকায় মাঠের পর মাঠ পাকা ধান জলে নষ্ট হতে বসেছে। এছাড়াও আলু, অন্যান্য সবজি জলের তলায়।দেখা যাচ্ছে পাকা ধান জলের তলায়। এই চিত্র বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের বিস্তীর্ণ এলাকায়।চাষীদের মাথায় হাত পড়েছে। অনেক চাষী ধান কাটলেও সেই ধান ঘরে তুলতে পারেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here