জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- এক সময় কে এল ও জঙ্গিদের লিংক ম্যান থাকা পরিবারের সদস্যরা চাকরির দাবিতে স্বারকলিপি জমা দিলো সোমবার।
একদিকে যখন কে এল ও জঙ্গি গোষ্টির প্রধান পরেশ বড়ুয়াকে আলোচনার টেবিলে আনার চেষ্টা করছে কেন্দ্র, ঠিক সেই সময়ই কে এল ও জঙ্গিদের সাহায্য কারী প্রাক্তন লিংক ম্যানদের পক্ষ থেকে চাকরীর দাবিতে এস পি অফিসে স্বারকলিপি প্রদান করা হলো সোমবার, সবদিক খতিয়ে দেখেই ব্যাবস্থা নেওয়া হবে জানালেন জেলার পুলিশ সুপার,
সোমবার জলপাইগুড়িতে রীতিমতো মিছিল করে নিজেদের কর্মসংস্থানের দাবি জানিয়ে গেলো একোদা কে এল ও জঙ্গিদের হয়ে কাজ করা পরিবারের সদস্যরা,
এই প্রসঙ্গে আন্দোলনের নেত্রী জোৎস্না রায় জানান, এর আগেও চাকরির দাবি জানানো হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত আমাদের সেই দাবির কোনো সমাধান হয়নি ( বাইট 1 ,জোৎস্না রায়).
অপরদিকে জেলার পুলিশ সুপার দেবীর্ষি দত্ত জানান, এই প্রাক্তন জঙ্গি লিংক ম্যানদের দাবি গুলোর সব দিক খতিয়ে দেখার পর ব্যাবস্থা নেওয়া হবে।