সুদীপ সেন, বাঁকুড়া:- পিছিয়ে পড়া বাউরি সমাজের সার্বিক উন্নতির কথা ভেবে রাজ্যের বিভিন্ন জেলার বাউরি সমাজ কাজ করছে।
০৬.১২.২১ বাঁকুড়া জেলা বাউরি উন্নয়ন সমিতির পক্ষ থেকে জেলার বাউরি সমাজের বেকার শিক্ষিত যুবক যুবতীদের কম্পিউটার প্রশিক্ষণে উৎসাহ দিতে ও অনুশীলনের অভাব মেটাতে তৈরি করা হলো ডাঃ বি,আর, আম্বেদকর কম্পিউটার প্রশিক্ষণ ও অনুশীলন কেন্দ্রের।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার জেলা শাসক কে, রাধিকা আইয়ার, বাঁকুড়া বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য দেব নারায়ণ ব্যানার্জী, পশ্চিমবঙ্গ বাউরি কালচারাল বোর্ডের চেয়ারম্যান দেবদাস দাস ও অনেক গুণী মানুষ।
বাঁকুড়ার জেলাশাসক কে, রাধিকা আইয়ার বলেন, পশ্চিমবঙ্গ সরকার পিছিয়ে পড়া জাতিদের জন্য অনেক প্রকল্প নিয়েছে।
অনেক কাজ হচ্ছে। বাউরি সমাজের ব্যাক্তিদের জন্য বাড়ি, কমিউনিটি হুল ছাড়াও বিভিন্ন কাজ হচ্ছে।
তিনি বলেন, বাঁকুড়া বিশ্ব বিদ্যালয় থেকে এরা সার্টিফিকেট পেলে এর গুরুত্ব বাড়বে।
ছেলে, মেয়েদের কাজের সুবিধা হবে।
তিনি এই সংস্থাকে সমস্ত রকম সাহায্যের প্রতিশ্রুতি দেন।