আবদুল হাই, বাঁকুড়াঃ শীতকালীন গভীর নিম্নচাপ এবং জাওয়াদের জেরে আলু জমি এবং ধান জমি জলের তলায় চরম সমস্যায় বাঁকুড়ার জয়পুর এবং কোতুলপুর এর চাষিরা ।অকালে এই ধরনের নিম্নচাপের ফলে জলের তলায় ধান ও আলু জমি জলের তলায়। যারা আলু লাগিয়েছেন সেই আলু গাছ আর বাঁচানো সম্ভব নয় যারা এখনো আলু লাগাননি তাদের আলু লাগাতে অন্ততপক্ষে কুড়ি দিন অপেক্ষা করতে হবে যদি আবহাওয়া ঠিক থাকে। তারা কি করবেন ভেবে পাচ্ছেননা কেউবা লোন নিয়ে গহনা বন্ধক দিয়ে আলু ও ধান চাষ করেছেন কিভাবে সেই টাকা শোধ করবেন এবং সারাটা বছর কিভাবে কাটাবেন চরম দুশ্চিন্তায় জয়পুরের এবং কোতুলপুর এর চাষিরা ।আলু বীজ ও রাসায়নিক সারের আকাশছোঁয়া দাম যদি বা কোন কষ্টে সেই আলু বীজ এবং রাসায়নিক সার সংগ্রহ করে আলু লাগিয়েছিলেন তাও আবার জাওয়াদ ও নিম্নচাপের জেরে সব শেষ হয়ে গেল ।অনেক চাষী জানাচ্ছেন তাদের সরকারি সাহায্য সহযোগিতা করা হোক নইলে তাদের আত্মহত্যা ছাড়া কোন রাস্তা নেই ।আসুন চাষীদের মুখ থেকে শুনে নেব তারা ঠিকই জানাচ্ছেন ।