নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি :: ধীরাজ প্রজাপতি নামের এক ২৯ বছরের যুবক, তিস্তা সেতু থেকে নদীতে ঝাঁপ দেওয়াতে চঞ্চল্য ছড়িয়েছে এলাকায় , তল্লাশি চালিয়ে যাচ্ছে সিভিল ডিফেন্স সহ পুলিশ,
রোববার রাতে জলপাইগুড়ি রাণীনগর বি এস এফ ক্যাম্প এলাকার ওই যুবজ তিস্তা সেতু থেকে নদীতে ঝাঁপ দেয় বলে নিখোঁজ যুবকের দাদা জানান..
নিখোঁজ যুবকের প্রতিবেশী দাদা জানান, আসামে একটি মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক ছিলো। ঘটনার দিন সেই মেয়ের সাথে বাক বিতন্ডা হতে সোনা যায়.. তার পর রবিরার রাত প্রায় 12তার দিকে একটি গ্রুপ ভিডিও কলিং করে সে,, ভিডিও কল চলা কালীন সে নদীতে ঝাঁপ দেয়..
এর পরেই সদর এস ডি ও এবং অতিরিক্ত জেলা শাসকের তৎপরতায় সিভিল ডিফেন্স কর্মী এবং স্থানীয় সাঁতারু দের দিয়ে নদীতে খোঁজ চালানো শুরু হয়, যদিও সোমবার সকাল পর্যন্ত নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ ওই যুবককে উদ্ধার করা সম্ভব হয়নি বলেই জানা গিয়েছে।নদীতে তল্লাশি জারি রেখেছে প্রশাসন।