নপাড়া মহিলা কল্যাণ উদ্যোগে বীরভূমের চাকপাড়া বামদেব বিদ্যাপীঠে মূল্যবোধ বিষয়ে সচেতনতা শিবির।

0
218

বীরভূম, নিজস্ব সংবাদদাতাঃ- নপাড়া মহিলা কল্যাণ উদ্যোগে বীরভূমের চাকপাড়া বামদেব বিদ্যাপীঠে স্যানিটারি ন্যাপকিন প্রদান তার সাথে ছাত্র-ছাত্রীদের সমাজের প্রতি দায়বদ্ধতা এবং জীবনের মূল্যবোধ বিষয়ে সচেতনতা বাদ দেওয়া হয় । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার মাননীয় ডঃ আসিস বন্দোপাধ্যায় মহাশয়, রামপুরহাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শুভাশিস কর্মকার, মহাশয় বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষক সজল কুমার দাস মহাশয় বিশিষ্ট সমাজসেবক আনারুল হোসেন মহাশয় ডক্টর অভিশেক ঘোষ মহাশয় রামপ্রসাদ ব্যানার্জি মহাশয় সদরুল সাহেব বিশিষ্ট আইনি পরামর্শদাতা, এবং শতাধিক ছাত্র-ছাত্রীগণ ।
ছবি ও তথ্য-সুকান্ত রায়, বীরভূম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here