জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- নিজে সাইকেল চেপে বন দপ্তরে খবর দিলেন কচ্ছপ উদ্ধার করার জন্য।পেশায় গাড়ির চালক।নাম বাপি নন্দী।আসাম মোড় এলাকায় এই ভদ্রলোক তার জমিতে চাষ করার জন্য মাটি খুড়তেই এই বিরল প্রজাতির একটি কচ্ছপ দেখতে পায়।এরপর সাইকেল চেপে বন দপ্তরে এসে খবর দেন।বন দপ্তর আসাম মোড় এলাকা থেকে তারপর কচ্ছপ টি উদ্ধার করে নিয়ে যায়।বাপী নন্দীর এই প্রাণী প্রেম দেখে খুশি প্রকাশ করেছেন।