আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- সম্প্রতি ফালাকাটা ব্লকে একের পর এক ছাত্রী আক্রান্ত, খুনে উদ্বেগ বেড়েছে অভিভাবক মহলে।ঘটনার জেরে স্কুল কলেজে পড়ুয়ার উপস্থিতে হারও দিন দিন কমছে।ফলে পড়ুয়াদের মনোবল বাড়াতে ব্লকের বিভিন্ন স্কুলে সচেতনতা শিবির ও কাউন্সেলিং করতে উদ্যোগ নিয়েছে ফালাকাটা পুলিশ। সোমবার ফালাকাটা ব্লকের দেওগাঁও উচ্চ বিদ্যালয় থেকে সেই সচেতনতা শিবির ও কাউন্সিলিং শুরু করে ফালাকাটা থানা। এদিন বিদ্যালয়ের উপস্থিত পড়ুয়াদের নিয়ে সচেতনতা শিবির ও কাউন্সেলিং এ ফালাকাটা থানার আই সি সনাতন সিংহ নিজেই উপস্থিত থেকে প্রায় একঘন্টা ধরে বক্তব্য রেখে বিভিন্ন বিষয়ে বিদ্যালয়ের পড়ুয়াদের বোঝানোর চেষ্টা করেন।এদিন মানুষ পাচার, বাল্য বিবাহ, মোবাইল ফোনের ব্যবহার সহ বিভিন্ন বিষয়ে পড়ুয়াদের সচেতন করা হয়। পড়ুয়ারা বিষয়গুলো মন দিয়ে শুনে তা মেনে চলার আশ্বাস দেয়।পড়ুয়াদের মনে আতঙ্ক কমাতে এবং অপরাধ প্রবণতা রুখতে এই উদ্যোগ বলে জানা যায়।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার পড়ুয়াদের মনোবল বাড়াতে ব্লকের বিভিন্ন স্কুলে সচেতনতা শিবির ও কাউন্সেলিং করতে উদ্যোগ...