বাবরি মসজিদের উপড়ে হামলার দিনটিকে স্মরণ করে সম্প্রীতি মিছিল করল বামফ্রন্ট।

0
260

মনিরুল হক, কোচবিহারঃ বাবরি মসজিদের উপড়ে হামলার দিনটিকে স্মরণ করে সম্প্রীতি মিছিল করল বামফ্রন্ট। আজ দিনহাটা শহরে ওই মিছিল হয়। মিছিল শেষে দিনহাটা পাঁচমাথা মোড়ে একটি সভাও অনুষ্ঠিত হয়। ওই সভায় বক্তব্য রাখেন ফরওয়ার্ড ব্লক নেতা আব্দুর রউফ, বিকাশ মণ্ডল, সিপিআইএম নেতা প্রবীর পাল, সিপিআই নেতা সন্তোষ বর্মণ।
ফরওয়ার্ড ব্লক নেতা আব্দুর রউফ বলেন, “১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদের উপড়ে আক্রমণ করে ধ্বংস করে দেয় আরএসএস। ওই দিনটিকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ডাক দিয়ে আমরা প্রত্যেক বছর মিছিল ও সভা করে থাকি। এবছরও তা করা হল।”
কেন্দ্রে বিজেপি আসার পর দেশ জুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিঘ্ন ঘটছে বলে বামেদের অভিযোগ। আর সেই কারণেই এই সময় সাম্প্রদায়িক সম্প্রীতি পক্ষে থাকা মানুষদের একজোট হওয়া জরুরি বলে এদিন বাম নেতারা দাবি করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here