বি আর আম্বেদকর এর মৃত্যুদিবসে কম্পিউটার প্রশিক্ষণ ও অনুশীলন কেন্দ্রের উদ্বোধন।

0
397

আবদুল হাই, বাঁকুড়া :- বাঁকুড়া জেলা বাউরি সমাজ উন্নয়ন সমিতির পক্ষ থেকে আজ ড বি আর আম্বেদকরের মৃত্যুদিনে একটি কম্পিউটার প্রশিক্ষণ ও অনুশীলন কেন্দ্রের উদ্বোধন করা হয় । এই বিষয়ে বাঁকুড়া জেলা শাসক কে রাধিকা আইয়ার বলেন যে এখানে এই প্রশিক্ষণ ও অনুশীলন কেন্দ্রের উদ্বোধন করা হয় । তিনি বলেন যে তাঁরা চেষ্টা করছেন যাতে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে এই কেন্দ্রের সার্টিফিকেট পাওয়া যায় যাতে এখান থেকে প্রশিক্ষণ প্রাপ্তরা চাকরি পেতে পারেন । উদ্বোধন অনুষ্ঠানে কে রাধিকা আইয়ার বলেন যে আজ ড আম্বেদকরের মৃত্যুদিন । এদিন এই কেন্দ্রের উদ্বোধন করা হল । তিনি বলেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে বাউরি সমাজের উন্নয়নের জন্য নানাবিধ কর্মসূচি নেওয়া হয়েছে । এই অনুষ্ঠানে এসে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় উপাচার্য দেব নারাযণ ব্যানার্জি বলেন যে তাঁদের বিশ্ববিদ্যালয়েও বহু ছাত্র ছাত্রী ও কর্মী আছেন যাঁরা বাউরি সমাজের অন্তর্ভুক্ত । তাঁদের জন্য সব সময়ই কোনো না কোনো পদক্ষেপ নেওয়া হয়ে থাকে । অন্যদিকে পশ্চিমবঙ্গের বাউরি কালচারাল বোর্ডের চেয়ারম্যান দেবদাস দাস বলেন যে এই কেন্দ্রটি বাউরি উন্নয়ন সমিতির পক্ষ থেকে তৈরি করা হয়েছে । তিনি বলেন যে প্রশিক্ষণ কেন্দ্র অনেক আছে কিন্তু অনুশীলনের অভাবে প্রশিক্ষণ পেয়েও বাউরি সমাজের ছেলেরা চাকরির পরীক্ষাতে পিছিয়ে পড়ে । তাই এই কেন্দ্র তৈরী করা হয়েছে যাতে বাউরি সমাজের যুবকেরা পিছেয়ে না পড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here