রেল হকার উচ্ছেদের বিরুদ্ধে আই এন টি ইউ সির বিক্ষোভ মিছিল নদীয়ার শান্তিপুরে।

0
194

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রেলস্টেশনের হকার উচ্ছেদ মানছি না মানবো না এই দাবিতে হকারদের আন্দোলন শান্তিপুর রেল স্টেশনে। সোমবার ভারী বৃষ্টিকে উপেক্ষা করেও শান্তিপুর রেল স্টেশনে চলছে হকারদের আন্দোলন আইএনটিটিইউসি ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশন শান্তিপুর শাখা হকার ইউনিয়নের পক্ষ থেকে। এই আন্দোলনের মধ্যে দিয়ে বিক্ষোভকারীদের দাবি, রাজ্যের পাশাপাশি শান্তিপুর রেলওয়ে শান্তিপুরের সমস্ত রেলস্টেশনের হকারদের উচ্ছেদ করার নোটিস জারি করেছে রেল কর্তৃপক্ষ। রেলের এই সিদ্ধান্ত আমরা মানছি না মানবো না। যতক্ষণ না পর্যন্ত রেলের পক্ষ থেকে হকারদের পুনর্বাসন ব্যবস্থা করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলছে চলবে। এই দাবীতে ইস্টার্ন রেলওয়ে শান্তিপুর শাখা হকার ইউনিয়নের পক্ষ থেকে আন্দোলনে শামিল হয়েছে প্রচুর সংখ্যক রেল হকার। তাদের এও দাবি হকারদের এই দাবি যতক্ষণ না পর্যন্ত রেল কর্তৃপক্ষ মানছেন আমরা আরও বৃহত্তর আন্দোলনের পথে শামিল হবো। এমনিতেই একের পর এক লকডাউন এর কারণে রেলের হকারদের না খেয়ে দিন কাটাতে হয়েছে, হকারদের পরিবারগুলি দুর্বিষহ অবস্থার মধ্যে দিন কাটিয়েছে এমত অবস্থায় রিলের এই সিদ্ধান্ত কিছুতেই মানা সম্ভব নয়। রেল স্টেশনে বিক্ষোভ কর্মসূচির পরে হকার ইউনিয়নের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়।
শান্তিপুর আইএনটিটিইউসি পক্ষ থেকে সনদ চক্রবর্তী জানান আগামী দিনে সমস্ত গণপরিবহনের শ্রমিক সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের একত্রিত করে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে। দীর্ঘদিন পেশার সাথে যুক্তদের পেটে লাত্থি মেরে, রেলের সিদ্ধান্ত মেনে নেওয়া যাবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here