নদীয়া-শান্তিপুর, নিজস্ব সংবাদদাতাঃ-অতি শক্তিশালী ঘূর্ণিঝড় জাওয়াদ শক্তি হারিয়ে অতিভারী নিম্নচাপে পরিণত হয়েছে। যার জেরে গোটা নদীয়া জেলার পাশাপাশি সোমবার সকাল থেকেই ভারী বৃষ্টিপাত গোটা শান্তিপুরে। তাই ভাগীরথী নদীর তীরবর্তী এলাকার সাধারণ মানুষ কি অবস্থায় রয়েছে তা খতিয়ে দেখতে শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেশ কয়েকটি নদী তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি ও এলাকারই প্রাক্তন কাউন্সিলার বৃন্দাবন প্রামানিক। পরিদর্শনের মধ্যে দিয়ে বিন্দাবন প্রামাণিক জানান, একের পর এক প্রাকৃতিক দুর্যোগের কারণে এমনিতেই নদী তীরবর্তী এলাকার সাধারণ মানুষ খুবই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। এরপর আবার অকাল সময়ে অতি ভারী নিম্নচাপ, যার জেরে আরো আতঙ্ক বাড়িয়েছে নদী তীরবর্তী এলাকার মানুষের। তাই নদী তীরবর্তী এলাকা গুলিতে পরিদর্শনে এসে সাধারণ মানুষের সাথে কথা বলি, এবং তাদের অভাব অভিযোগ জানার চেষ্টা করি। এছাড়াও অতি ভারী নিম্নচাপ এর ফলে এলাকায় কোথাও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে কিনা তাও খতিয়ে দেখেন বিন্দাবন প্রামাণিক।