দক্ষিণ দিনাজপুরঃ আগামী ২-৩ মাসের মধ্যে বালুরঘাট এবং গঙ্গারামপুর পৌরসভা সহ অন্যান্য মেয়াদ উত্তীর্ণ পৌরসভার পৌরভোটের সম্ভাবনা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী-র মন্তব্যে এমন সম্ভাবনার ইঙ্গিত জোড়ালো। মঙ্গলবার উত্তর দিনাজপুরের কর্ণজোড়ায় প্রশাসনিক সভা চলাকালীন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র-র সাথে পৌরসভা নিয়ে কথোপকথনের সময় মুখ্যমন্ত্রী মন্তব্য করেন ২-৩ মাসের মধ্যে আমি সবই করে দেব। তিনি বলেন আমি চিন্তা করছি যেগুলি পেন্ডিং হয়ে আছে। এরপরেই তিনি রাজ্যের হোম সেক্রেটারিকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সি.বি.এস.সি, আই.সি.এস.সি, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার তারিখগুলি তাদের দেওয়ার নির্দেশ দেন যাতে ঐ তারিখগুলি বাদ দিয়ে করা যায়। সেই সঙ্গে এদিন তিনি গঙ্গাসাগরের মেলা এবং হোলির তারিখগুলি দেখে নিয়ে তারিখগুলি প্রস্তুত করে তাকে দেওয়ারও নির্দেশ দেন। এদিন পুরপ্রশাসকদের ভাল করে কাজ করবার কথাও বলেন মুখ্যমন্ত্রী।
Home রাজ্য উত্তর বাংলা আগামী ২-৩ মাসের মধ্যে বালুরঘাট এবং গঙ্গারামপুর পৌরসভা সহ অন্যান্য মেয়াদ উত্তীর্ণ...