আলু চাষ করে বিষ খেয়ে আত্মহত্যা কৃষকের,শোরগোল চন্দ্রকোনার ধানঝাটি গ্রামে।

0
242

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- প্রচন্ড বৃষ্টি তে আলুর চরম ক্ষতির আশঙ্কা, এই নিয়ে স্বামী-স্ত্রীতে অশান্তির জেরে বিষ খেয়ে আত্মহত্য করল এক কৃষক।
ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার কাঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের ধানঝাটি গ্রামের। জানাযায় পেশায় কৃষক কৃষি কাজের উপর নির্ভরশীল। গ্রামের বাসিন্দা ভোলানাথ বায়েন, চাষ করেছিলেন এক বিঘা আলুর, যা খরচা হয়েছিল প্রায় ২৫ হাজার টাকা ঋন নিয়ে চাষ করেছিল সে এমনি জানাচ্ছেন গ্রাম বাসী থেকে পরিজনেরা।
আর প্রচন্ড বৃষ্টি তে আলু নষ্ট হয়ে যাবে এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে লেগে যায় অশান্তি, আর এতেই বিষ খেয়ে আত্মঘাতী হলেন ভোলানাথ।
সোমবার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাড়িতেই বিষ খায়, দ্রুত চিকিৎসার জন্য চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে পরিবারের সদস্যরা। তবুও শেষ রক্ষা হয়নি, মঙ্গবার সরকারের মৃত্যু হয় তার এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। চন্দ্রকোনা থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here