জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ– এক অজানা পশুর আগমন জলপাইগুড়িতে। তাও ছোটোদের খেলার জায়গায়।
মংগলবার দুপুরে হঠাত তিস্তা উদ্যানের ভেতরে একটি অজানা পশুর আগমন ঘটে। সেটি কি জন্তু তা এখনো পর্যন্ত জানাযায়নি। কি ভাবে সেটি এল তিস্তা উদ্যানের ভেতর তাও জানা যায়নি। তবে তিস্তা উদ্যানের বিভিন্ন জায়গা য় ছাপ ফেলে ছে ওই জন্তুটি। এই ঘটনায় আতংক এলাকায়।
অজানা জন্তুর আগমনে তিস্তা উদ্যানে এসে উপস্থিত হয় বন দপ্তর।
রাম শাই লাটাগু ওয়াইল্ড লাইফের বন কর্মীরা। এখন ও পশুটিকে বাগে আনা যায়নি।