এলাকায় ভাল্লুকের আতঙ্ক! প্রায় রাত ১ টা পর্যন্ত চললো জোর তল্লাশি।

0
198

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- এলাকায় ভাল্লুকের আতঙ্ক! প্রায় রাত ১ টা পর্যন্ত চললো জোর তল্লাশি। ঘটনাটি ঘটেছে এদিন সন্ধ্যায় ধূপগুড়ির ব্লকের ডাউকিমারী বামনটারী এলাকায়।এদিন লোকালয়ে ভাল্লুক দেখতে পাওয়ার খবর চাউর হতেই আতঙ্ক ছড়িয়ে পরে ডাউকিমারী সহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামে।
স্থানীয়দের থেকে জানা যায়,অপরিচিত এক ব্যক্তি বাইক নিয়ে যাওয়ার পথে মধ্য ডাউকিমারী এলাকার ভাল্লুক দেখতে পান। এবং ভয়ে প্রাণ বাচাতে বাইক ফেলে পালিয়ে যান।এমনই কথা প্রচার হয়েছে লোকমুখে বলে স্থানীয়দের দাবি।
তবে ভাল্লুক দেখেছেন এমন কোনো ব্যক্তির এদিন কোনো খোজ পাওয়া যায়নি।
অন্য দিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইভের বনকর্মীরা।পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশও।
এদিন তারা রাত প্রায় ১ পর্যন্ত বামনটারী,মধ্য ডাউকিমারী সহ পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামে তল্লাশি চালিয়েও কোথাও ভাল্লুকের উপস্থিতি পাননি।
তবে ঘটনার জেরে স্থানীয়দের মধ্যে অনেকটাই আতঙ্ক ছড়িয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here