নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- ঝাড়গ্রাম পৌরসভার পুরাতন ঝাড়গ্রাম এলাকায় রাজবাড়ি চত্বর থেকে বহু মূল্যের চন্দন গাছ চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রাম এলাকায় রাজবাড়ী চত্বরে তিনটি চন্দন গাছ ছিল ।তার মধ্যে একটি চন্দন গাছ সম্পূর্ণভাবে দুষ্কৃতীরা কেটে চুরি করে নিয়ে যায়। একটি গাছ কেটে ফেললেও দুস্কৃতিরা নিয়ে যেতে পারেনি। সোমবার সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।খবর পেয়ে সোমবার ঘটনাস্থলে যায় ঝাড়্গ্রাম থানার পুলিশ । ঘটনাস্থলে গিয়ে ঝাড়্গ্রাম থানার পুলিশ চন্দন গাছ চুরির ঘটনার তদন্ত শুরু করেছে। রাজ পরিবার সূত্রে জানা যায় যে প্রায় ত্রিশ বছরের পুরনো ওই চন্দন গাছ দুষ্কৃতীরা রবিবার গভীর রাতে চুরি করে নিয়ে গেছে । ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। তবে ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রাম এলাকায় থাকা রাজবাড়ী চত্বর থেকে দামি চন্দন গাছ চুরির ঘটনায় ঝাড়গ্রাম শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উল্লেখ করা যায় যে গত সপ্তাহে ঝাড়গ্রাম শহরের বাছুরডোবা এলাকা থেকে লক্ষাধিক টাকার একটি চন্দন গাছ চুরি হয়। সেই চন্দন গাছ চুরির কিনারা এখনো পুলিশ করতে পারেনি । মাত্র সাত দিনের মাথায় ফের চন্দন গাছ চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রাম শহর জুড়ে।