নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৪ অভিযুক্তকে গোপন সূত্রে খবর পেয়ে গ্রেফতার করল পুলিশ, ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড এলাকায়, পুলিশ সূত্রে জানা গিয়েছে ডাকাতির উদ্দেশ্যে চন্দ্রকোনা রোড শহর সংলগ্ন নির্জন ফাঁকা স্থানে একটি টোটো নিয়ে ৪ ব্যক্তি জড়ো হয়েছিল, সেই সময় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ ও গড়বেতা থানার পুলিশ হানা দেয় এবং ওই চার অভিযুক্ত সহ ডাকাতির বেশ কিছু সরঞ্জাম ও একটি টোটো বাজেয়াপ্ত করে পুলিশ, মঙ্গলবার অভিযুক্তদের গরবেতা দায়রা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে, ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গিয়েছে গোটা শহর জুড়ে।
Home রাজ্য দক্ষিণ বাংলা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৪ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ,শোরগোল চন্দ্রকোনারোডে।