নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর সহযোগিতায় এবং শান্তিপুর পৌরসভার উদ্যোগে হাই মাস লাইট লাগানো হলো শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডের অন্তর্গত স্টিমার ঘাট পুজো বারোয়ারিতে। মঙ্গলবার হাই মার্স লাইট লাগানোর সময় তদারকি করলেন শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসে সভাপতি বৃন্দাবন প্রামাণিক। এদিন বিন্দাবন প্রামাণিক জানান, এমনিতেই গোটা শান্তিপুর শহর এবং ব্লক জুড়ে চলছে একাধিক উন্নয়নমূলক কাজম শান্তিপুর শহর এবং ব্লকের একাধিক জায়গায় ইতিমধ্যে লাগানো হয়েছে হাই মার্স লাইট। একইভাবে শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা গুলির পাশাপাশি স্টিমার ঘাট পুজো বারোয়ারির সামনেও সাধারণ মানুষের সুবিধার্থে লাগানো হলো হাই মার্স লাইট। যেখানে সম্পূর্ণভাবে সহযোগিতা করে আসছে শান্তিপুরের নবনির্বাচিত তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী ও শান্তিপুর পৌরসভা। যদিও শান্তিপুর শহর এবং ব্লকের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রত্যেকটি জায়গা গুলিতে হাই মার্স লাইট লাগানো হবে বলে জানান বৃন্দাবন প্রামাণিক। গোটা শান্তিপুর জুড়েই চলছে এ ধরনের লাইট লাগানোর কাজ।